শিরোনাম
বাংলোদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বিআরডিবি
বিস্তারিত
এ কার্যালয় থেকে আপনি যে সব সেবা ও সগযোগীতা পেতে পারেন
- প্রাথমিক সমিতি/দল (পুরুষ/মহিলা) গঠন ঋণ গ্রহণে পরামর্শ প্রদান ও এদতসংক্রান্ত যাবতীয় তথ্য এবং ফরম সরবরাহ
- সদস্যদের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন।
- মুল কর্মসুচীসহ অন্যান্য সকল প্রকল্প / কর্মসুচী যেমন সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসুচী ( সদাবিক), পল্লী প্রগতি প্রকল্প (পপ্রপ্র), পল্লী জীবিকায়ন প্রকল্প (পজীপ), পল্লী দারিদ্র বিমোচন কর্মসুচী ( পদাবিক) , পিআর ডিপি -3 ,সিভিডিপি, প্রকল্পের আওতায় সমিতি / দল গঠন সম্পকি-ত সকল তথ্য সরবরাহ করা হয়।
|
- সোনালী ব্যাংক ঋণ ,আর্বতক কৃষি ঋণ সহ সকল প্রকল্পের ঋণ বিতরন সম্পকি-ত তথ্য সরবরহ করা হয়।
|
- সচেতনতা বৃদ্ধি ,নেতৃত্বের বিকাশ ,ব্যবস্থাপনা ,হিসাব ব্যবস্থাপনাসহ পেশা ভিত্তিক দক্ষতা উন্নয়ন মুলক প্রশিক্ষন প্রদান সর্ম্পকিত তথ্য সরবরাহ করা হয়।
|
- বৃক্ষ রোপন ও স্যনিটেশন সর্ম্পেকে উদ্বুদ্ধকরন কর্মকান্ডে সহযোগিতা ।
|
- নারী ও শিশু নির্যাতন ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা ।
|
- কৃষি উপকরন সংগ্রহ, সরবরাহ ও ব্যবহারে সহযোগিতা।
- অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-3 (পিআরডিপি-3)গ্রামীন জনগোষ্ঠীদের সরকারী ও বেসরাকরী সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে আন্ত;সংযোগ সৃষ্টি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র অবকাঠামোগত কাজ করা হয়।
|
উপজেলার আওতাধীন উপজেলা র্পযায়ের যে কোন অভিযোগের প্রতিকার বিধান।
|
এই অফিসের সকল কর্মর্কতা /কর্মচারী সংশ্লিষ্ট সকলের সাথে ভাল আচারণ করতে অঙ্গিকারবদ্ধ।
|